গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মটমুড়া ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন) ইউনিয়নের হোগলবাড়িয়া মহাম্মদপুর ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ।
গাংনী থানা পুলিশের এস আই নুর মহম্মদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমএইচএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহাম্মদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হোসেন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (হিসাববিজ্ঞান) হাবিব উল্লাহ রহন, হোগলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু।
এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।