গাংনীতে মাদককারবারির ৭ দিনের কারাদণ্ড
মেহেরপুরের গাংনীতে হেরোইনসহ আটক রাসেল হোসেন(২০) নামের এক মাদককারবারি ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে তাকে এ কারাদন্ডাদেশ দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। রাসেল হোসেন উপজেলার খাসমহল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, খাসমহল মোড় এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তেঁতুলবাড়িয়া বিওপির নায়েক সামিউল ইসলাম ও সিপাহী সাজেদুজ্জামান তাকে ০১ গ্রাম হেরোইনসহ রাসেলকে আটক করে। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) তাই ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।