গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত
২০২১-২২ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ(এনটিপি-২) এর আওতায় মেহেরপুরের গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার চেংগাড়া-ফতেইপুর ঈদগাহ ময়দানে এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির নেতা জান মোহাম্মদ মিন্টু’র সভাপতিত্বে ও উপসহকারী কৃষিঅফিসার সুলতান নাজিমউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাভলি খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা ও ষোলটাকা উপসহকারী কৃষিঅফিসার মতিউর রহমানসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।