গাংনীতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:12 PM, 30 October 2022

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে কৃষক জগত আলীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম জগতের মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবী জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।
জগত আলী গাংনীর আমতৈল গ্রামের মৃত কমেদ আলীর ছেলে।
জগত আলীর স্ত্রী হালিমা খাতুন জানান, ভোরে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে এই মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১ টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় মাঠের কৃষকরা। জমিজমা নিয়ে আব্দুর রহমানের ছেলে গাফ্ফার ও জব্বারের সাথে দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে তারা হত্যাকাণ্ড ঘটাতে পারে বলেও সন্দেহ করছেন তিনি।
তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জগত আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। এ কারণেও মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন আসলেই মৃত্যু বা হত্যাকাণ্ড তা বোঝা যাবে।

 

আপনার মতামত লিখুন :