গাংনীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে মাছ ধরতে গিয়ে লিটন(৩০) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের শিলান পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান,লিটন প্রতিদিনের ন্যায় কৃষি জমিতে কাজ শেষে বর্শি(ছিপ) নিয়ে মাছ ধরতে গেলে যায়।এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত লিটন পেশায় একজন কৃষক।