গাংনীতে মাছের পােনা অবমুক্ত করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা-শুকুরকান্দি গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছ অবমুক্ত করার জন্য জলাশয় দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৭জন আহত হয়েছেন। উভয়পক্ষের আহতরা হলেন-সিন্দুরকৌটা গ্রামের মোশাররফ হোসেন (৪০),হামিদুল ইসলাম (৪২),আমান হোসেন (২৮),রতন আলী (৩২),শফিরুল ইসলাম (৩৫) ও জিন্দার আলী (৪২)। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে মাথাভাঙ্গা নদীর পাড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মাথাভাঙ্গা নদীর অববাহিকায় সিন্দুরকৌটা গ্রামের নায়েব আলীর ছেলে রতন আলীসহ কয়েকজন মাছের পােনা অবমুক্ত করছিলেন।
এসময় একই গ্রামের জামাল হোসেনসহ তার লোকজন মাছের পোনা অবমুক্তকরণে বাঁধা প্রদান করেন। এসময় দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ও গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়,মাথাভাঙ্গা নদীর অববাহিকার জলাশয়ে মাছ চাষ করার জন্য দু’পক্ষের লােকজনের প্রভাব বিস্তরের কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাংনী থানা সূত্র জানায়,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরণের কােন ঘটনা ঘটেনি।