গাংনীতে মহিলা সমাবেশে এমপি খোকন
মেহেরপুরের গাংনীতে জেলা তথ্য অফিসের আয়োজনে পাকুড়ীয়া কমিউনিটি কোর গ্রুপ এর লার্নিং সেন্টার চত্বরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন।
মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেন, নারী-পুরুষ বলে নিজেরা বিভেদ তৈরী না করে আমরা সকলেই মানুষ হই। নারী অধিকার বা পুরুষ অধিকারের কথা না বলে সবাই আমরা একযোগে দেশের উন্নয়নে কাজ করি। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশেষ ১০ টি উদ্যোগ গ্রহণ করেছেন সে গুলো বাস্তবায়নে কাজ করি। আপনারা নিজ নিজ জায়গা থেকে সরকারের নেওয়া সকল উদ্যোগকে সফল করতে সহযোগিতা করবেন।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব, ছাত্রলীগের নেতা ওয়াজ্জেল হোসেন, যুবলীগের নেতা মুক্তারুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।