গাংনীতে মহান বিজয় দিবস পালন
মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,গাংনী থানা,মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,সাবেক এমপি মো: মকবুল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ,ওসি তদন্ত সাজেদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,প্রকৌশরী জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে যুবলীগের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,পৌর যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান বাবু,যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।