গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিয়াস সাজ্জাদ রাজা, শিক্ষক আব্দুর রকিব, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, র্যাব প্রতিনিধি শফিকুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, আনছার ভিডিপি প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।