গাংনীতে মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন
মেহেরপুরের গাংনীতে স্বর্গীয় বিমল গােসাই স্মরণে শ্রী শ্রী তারকবক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান লিপ্টন।আজ বৃহস্পতিবার বিকালে গাংনী ডাকবাংলো সংলগ্ন স্থানে মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন।
এসময় গাংনী পৌর জাসাস এর সাধারণ সম্পাদক সুরেভী আলভী ষোলটাকা ইউনিয়ন জাসাস কর্মী রোকনুজ্জামান অলি,গাংনী উপজেলা জাসাস এর দপ্তর সম্পাদক আতিকুজ্জামান তন্ময়,প্রচার সম্পাদক বাদশা আলী,সদস্য পারভেজ হোসেনসহ জাসাসের নেতৃকর্মীরাসহ সনাতন ধর্মের সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।