গাংনীতে মহানবী হযরত মহাম্মদ(সাঃ) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভারতের ক্ষমতাসীন দল বিজেবি’র মুখপাত্র নুপুর শর্মাও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল, রাসূলুল্লাহ (সাঃ)শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজ সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ। আজ সোমবার দুপুর দেড়টার সময় গাংনী সরকারি ডিগ্রী কলেজ থেকে উপজেলা রেজাউল চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।