গাংনীতে মসজিদের মাইক সেট চুরি!
মেহেরপুরের গাংনী উপজেলার খড়মপুর গ্রামের একটি মসজিদের মাইক সেট সহ অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃ্হস্পতিবার (১৮ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার খড়মপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোরকে হাতে নাতে আটক করে এলাকাবাসী।
আটককৃত চোর মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের ছিরাতুল ইসলামের ছেলে মোমিনুল হক (২৩) বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, লোডশেডিং এর কারনে বিদ্যুৎ বিভ্রাট এর সুযোগ কে কাজে লাগিয়ে আটককৃত চোর এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। চারিদিকে অন্ধকার থাকার ফলে মসজিদের প্রবেশ দ্বারের তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করে, এসময় মসজিদের পাশের বাড়ির কামাল হোসেন বিষয়টি টের পেয়ে, উক্ত মসজিদ এর ইমাম সাহেব এর মোবাইলে ফোন করেন, ইমাম সাহেব বিষয়টি জানতে পেরে, হৈ চৈ শুরু করলে আশ পাশের লোকজন এসে মসজিদের মাইক সেট, জায়নামাজ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পালানোর সময় চোরকে হাতে-নাতে আটক করে।
পরে এলাকাবাসীরা আটককৃত চোর কে উত্তম মাধ্যম দিয়ে গাংনী থানা পুলিশের হাতে সোপর্দ করে। গাংনী থানার এস,আই আতিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে, চোরকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আটককৃত চোর মোমিনুল এর নামে মামলা দায়ের করে, মেহেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।