গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:09 PM, 18 August 2024

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা,উন্নয়ন ও সেবা প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটার সময় কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা।
এ সময় এক নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল হোসেন, দুই নং ওয়ার্ড সদস্য জিনারুল ইসলাম, তিন নং ওয়ার্ড সদস্য আশরাফুল আলম, পাঁচ নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন, ছয় নং ওয়ার্ড সদস্য মোঃ হোসাইন, সাত নং ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন,আট নং ওয়ার্ড সদস্য কাদের আলী, নয় নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম, সংরক্ষিত আসনের সদস্য ফরিদা বেগম, জোছনা আরা, আরিফা খাতুন ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইফতেখার আহমেদ সহ এলাকার সেবা প্রত্যাশী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় এলাকায় শান্তির শৃঙ্খলা রক্ষা, এলাকার উন্নয়ন, জনগণের সেবা সংক্রান্ত বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :