গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটা মালিককে জরিমানা
মেহেরপুরের গাংনীতে ইট মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের ইটভাটা মালিক বশির আহমেদের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত ইটভাটা স্থাপন করায় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা-৪ মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।