গাংনীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:37 PM, 26 September 2021

মেহেরপুরের গাংনীতে রাস্তার উপরে শাকের বীজ শুকানোর অপরাধে এনামুল হক(৪০) নামের এক কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ রবিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়ানের নোয়াপাড়া গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল আলম।কৃষক এনামুল হক উপজেলার নোয়াপাড়া মৃত দাউদ হোসেনের ছেলে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল আলম জানান, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পাকা রাস্তার ওপরে শাকের বীজ শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। শাকের বীজ শুকানোর করার অপরাধে কৃষক এনামুল হককে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক ০১ বছরের জেল অনাদায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করার সময় গাংনী থানা পুলিশের এ এসআই জাহিদ আলম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :