গাংনীতে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা
মেহেরপুরের গাংনীতে ৩০গ্রাম গাঁজা রাখার অপরাধে মাদক কারবারি নাসির উদ্দিন(৩৫)কে ১’শ টাকা জরিমানা ও ১৫দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।আটককৃত নাসির উদ্দিন উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের নূর ইসলামের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম গাংনীর চোখ’কে বলেন, আসামের স্বীকারোক্তি ভিত্তিতে তাকে ১’শ টাকা জরিমানাও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত ৩০ গ্রাম গাঁজা জনসম্মুক্ষে ধ্বংস করা হয়।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান গাংনীর চোখ’কে জানান,মেহেরপুর গাংনী উপজেলার পূর্ব মালসাদহ এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৩০গ্রাম গাঁজাসহ নাসির উদ্দিনকে আটক করে। আটক তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।