গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটায় জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:45 PM, 09 June 2022

মেহেরপুরের গাংনীতে ফসলি কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় সুপার ব্রিকস নামের এক ইটভাটায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম বলেন, সম্প্রতি উপজেলায় যত্রতত্র ফসলি কৃষিজমি কেটে মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এই ইটভাটার মাটির রাস্তায় পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দেশের প্রচলিত আইন অনুসারে ইটভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৫(১)ধারা যদি কৃষি জমির মাটি থেকে কাঁচামাল হিসেবে ইটভাটায় ব্যবহার করা হয় তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ। আমরা এই অপরাধ থেকে আমলে নিয়ে সুপার ব্রিকস এর ম্যানেজার ময়নাল হোসেনকে ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছি। এসময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :