গাংনীতে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা
মেহেরপুরের গাংনীতে অবৈধ পুকুর কেটে রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি অপরাহ্নে পুকুরের মালিক আব্দুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা ও মাটি ব্যবসাহি শামীম রেজা কে ০৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার(৩১-মে) দুপুরে উপজেলার গ্রামে ঢেপা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ঢেপা গ্রামে পুকুর খনন করছেন ওই গ্রামের এরশাদ আলীর ছেলে ওবাইদুল্লাহ। পুকুর খননের মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। অনিরাপদ যানবাহনযোগে মাটি বহন করায় তা সড়কের উপরে পড়ে স্তুপ হচ্ছে। বৃষ্টিতে ওই সড়কে যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনদুভোর্গের এ খবর পেয়ে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। ঘটনাস্থলে গিয়ে পুকুর মালিক ও মাটি ব্যবসায়ীর অপরাধের চিত্র ধরা পড়ে।
জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে পুকুর মালিককে অর্থদণ্ড এবং মাটি ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্র্যম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে দণ্ডিতদের হুশিয়ার করেন ভ্রাম্যমাণ আদালত।