গাংনীতে ভ্রাম্যমান আদালতে জলাবদ্ধতা দূরীকরণে বাঁধ অপসারণ ও জরিমানা
মেহেরপুর গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি করে আবাদী ফসল ডুবিয়ে দেয়া এবং যত্রতত্র বাঁধ দিয়ে মৎস্য সংরক্ষরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে অভিযান চালিয়ে ৩ জনের নিকট থেকে ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। লক্ষীনারায়নপুর ধলা গ্রামের ইনতাজ আলীর ছেলে বিপ্লব, একই গ্রামের বেগুর ছেলে মিজু,ও জাফের আলীর ছেলে বাবলুর বিরুদ্ধে মাঠে এবং খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করার অপরাধে বাঁধ অপসারণ এবং জনপ্রতি ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বলেন , উপজেলার কোন গ্রামে বা খালে বিলে যদি কেউ বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে বা মাছ ধরার অভিপ্রায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বৃুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে গাংনী থানার এএসআই মহাম্মদ আলী ও সঙ্গীয় সদস্যদের সহায়তায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত সূত্র জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০সালের দন্ডবিধি অনুযায়ী জরিমানা আদায় করা হয়।