গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ঈমান আলী (১৯) নামের একজন মাদক কারবারীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিত ঈমান আলী গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাবর আলীর ছেলে।
শুক্রবার দপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার এসআই সাইদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,শুক্রবার সকালে ঈমান আলীকে গাংনী থানা পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের ৩৬/১ ধারায় ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়।