গাংনীতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:37 AM, 26 June 2021

করােনা ভাইরাসের এই মহামারীতে মানুষকে নিরাপদে রাখতে সরকার ঘােষিত ১৫ দিনের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা প্রশাসনও ১৫দিনের কঠাের লকডাউন ঘােষণা দিয়েছে। তারপরও মানুষ কঠাের লকডাউনকে তােয়াক্কা না করে বাইরে বেরানাের চেষ্টা করছে।

মানুষকে ঘরমুখাে করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোটরসাইকেল চালক, পথচারী, চায়ের দোকানী, মুদি দোকানী, আড্ডা দেওয়া লোকজনসহ নির্দেশনা অমান্যকারীদের আর্থিক দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় পশ্চিম মালসাদহ, হিজলবাড়ীয়া, হিন্দা, পলাশীপাড়া, করমদি, হাড়াভাঙ্গা, সহড়াতলা, সাহেবনগর, কাজিপুর, নওদাপাড়া, ভবানিপুর, রামনগর, মটমুড়া ও বামন্দী এলাকা। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, দুই সপ্তাহ যদি আমরা নির্দেশনা মানতে পারি তাহলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সবাইকে সচেতন হতে হবে।

আপনার মতামত লিখুন :