গাংনীতে ভ্রামমান আদালতের জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:00 PM, 13 December 2023

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল আরহী ও আগলামন চালককে ১৫০০ টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। আজ বুধবার দুপুরে গাংনী বড় বাজারে অভিযান চালিয়ে জরিমানা প্রদান করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম।
ভ্রামমান আদালত সূত্রে জানা যায়, মোটরসাইকেলের কাগজ পত্র না থাকায় ২০০৮ সালের সড়ক পরিবহণ আইনের ৭৭ ধারায় পাবনা ইশ্বদীর জামাল উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাককে এক হাজার টাকা ও সড়কে অবৈধ ইঞ্জিন চালিত আগলামন চালানোর অপরাধে ২০০৮ সালের ৬৬ ধারায় হাড়াভাঙ্গা গ্রামের ইয়াছিনের ছেলে তুষারকে পাঁচ শত টাকা জরিমানা প্রদান করে।
এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন :