গাংনীতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:05 PM, 01 January 2024

নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে না যেতে ও প্রকাশ্য সীল মারাসহ ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন মেহেরপুর-২ গাংনী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কার্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ভোটারদের নানাভাবে হুমকি দিচ্ছেন। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়া যাবে না। সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ভোটারদের একই ধরনের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন প্রকাশ্য নৌকায় সীল দিতে হবে। এতে ভোটারদের মাঝে ভীতি প্রদর্শন করে নির্বাচনে সরকারের নেওয়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে বাধা সৃষ্টি করছে।

এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ না নিলে বিষয়টি খারাপ হবে বলে তিনি জানান। তার পক্ষে সংবাদ সম্মেলন পাঠ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সংবাদ সম্মেলনে মকবুল হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আজগার, কাথূলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সাবেক ছাত্রনেতা শাহিদুজামান শিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

আপনার মতামত লিখুন :