গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
মেহেরপুরে গাংনীতে ভোক্তা অধিকার এর অভিযানে, ভোক্তা অধিকার আইনে ২টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ববুধবার(২০ জুলাই) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে গাংনী বড়বাজার বাজারে শরিফুল স্টোর ও মেহেদী বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার এর অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পণ্য ও পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শরিফুল শরিফুল স্টোরকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৮ ও ৫১ ধারায় ১০হাজার টাকা জরিমানা। অপরদিকে মেহেদী বীজ ভান্ডার কে বীজের মেয়াদ উত্তীর্ণ,বিভিন্ন ধরনের ব্রিজ প্যাকেটজাতকরণের ও বিএডিসির অনুমোদন না থাকায় ২০০৯ সালের ৪৫ ও ৫১ ধারায় ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামসহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।