গাংনীতে ভার্চুয়াল কবিতা প্রতিযোগিতায় শিক্ষক কন্যা নওরীন সেরা
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা ব্যাপি ভার্চুয়াল সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান,সাবলীল পঠন দক্ষতা ও স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে কুইজ প্রতিযোগিতা।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার ফজলে রহমান- এর জুম আইডিতে প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়।
রােববার দুপুরে অনুষ্ঠানের আয়ােজন করে গাংনী উপজেলা শিক্ষা অফিস।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে কবিতা আবৃতি প্রতিযােগিতায় গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মেয়ে নওরীন জাহান গাংনী উপজেলার সেরা হিসাবে বিজয়ী হয়েছে।
নওরীন জাহান উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদীর কন্যা। এবং ওই বিদ্যালয়ের চতুর্থী শ্রেণীর ছাত্রী।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার শাহাজান রেজা
বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা সকল সহকারী শিক্ষা অফিসারবৃন্দ।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর হতে ৮ই ডিসেম্বর ৬টি ক্লাস্টার পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার কারীরা উপজেলা পর্যায়ে অংশ করে।
প্রতিযােগিতায় ১ম, ২য়,৩য় স্থান অধিকারীদের আগামী (১৬ ই ডিসেম্বর) মহান বিজয় দিবস অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে।