গাংনীতে ভাইয়ের হাতে ভাই জখম!
বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই শহিদুল ইসলাম (৫৫) মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা গাংনী উপজেলার কামারখালী গ্রামে ঘটে। আহত শহিদুল ইসলাম কামারখালী গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে।
আহত শহিদুল ইসলাম জানান, প্রতিপক্ষ আমিরুল ইসলাম (৬০) তার বড় ভাই। বড় ভাই তার সীমানার পাশে পানি পড়নের জায়গা না রেখে ব্লিল্ডিং তৈরী করছেন। এ বিষয়ে আমিরুল ইসলামকে জানাতে গেলে বাকতিন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমিরুল ইসলাম একই গ্রামের ফরাতুল্লাহের ছেলে তোজাম ও ইছাহক আলীর ছেলে জাফরুলকে ডেকে নিয়ে শহিদুল ইসলামকে ইট দিয়ে বাম চোখে মেরে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিচিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় ভর্তি রাখা হয়েছে। আহত শহিদুল ইসলাম আরো জানান আমিরুল ইসলাম প্রায় এক বছর পূর্বে আমাকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। গ্রামের নেতৃস্থানীয় লোকজনের অনুরোধে সে সময় মামলা করা হয়নি। তবে দ্বিতীয়বারের মত আমাকে পিটিয়ে জখম করেছে।
এবার অবশ্যই মামলা করা হবে জানান তিনি।
এ অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম জানান, শহিদুল আমার আপন ভাই তাকে আমি মারধর করি নাই। তোজাম্মেল ও জাফরুল শহিদুলকে মারধর করেছে, এ বিষয়ে আমাকে দোষারোপ করলে ভুল হবে। সেখানে গ্রামের অনেকে উপস্থিত ছিলেন। আমার দোষ কেউ দিতে পারবে না।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।