গাংনীতে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
মেহেরপুরের গাংনীতে ০৫ ও ০৬ নাম্বার ওয়ার্ড আওয়া।মী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর ০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন এমপি।
আশিকুজ্জামান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ০৬ নম্বর ওয়ার্ডের কমিশনার নবীর উদ্দিন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম এর প্রতিনিধি শহিদুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আবদুল মান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম,০৬ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সহ-সম্পাদক রবিউল ইসলাম, ফিরোজ আহমেদ,আবির হামজা প্রমূখ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সোলায়মান হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহিনুজ্জামান।