গাংনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
মেহেরপুরের গাংনীনে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিম রেজা(১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু। মঙ্গলবার(৮-নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্যাডমিন্টন খেলার সময় তার মৃত্যু হয়। কলেজ ছাত্র তামিম রেজা গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের পশ্চিম পাড়ার নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তামিম রেজা ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধানে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধানী হাসপাতালে মেডিকেল অফিসার নুরে আলম গাংনীর চোখ’কে জানান, ব্যাডমিন্টন খেলার সময় স্ট্রোক জনিত কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।