গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠান খােলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী লকডাউন বাস্তবায়ন করতে গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে সোমবার সকাল ৯টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং আনসার ব্যাটেলিয়নের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় ৫ জনকে মোট ৫,৭০০ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১টি মামলায় ১ জনকে ৫০০ টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এর নেতৃত্বে পুলিশ এবং বিজিবি’র সহযোগিতায় বামন্দী, মটমুড়া, কাজিপুর, কাথুলী, তেঁতুলবাড়ীয়া এবং সাহারবাটি ইউনিয়নের সমগ্র এলাকায় ৪টি মামলায় ৪ জনকে ২,৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।.এছাড়াও মোবাইল কোর্টের পাশাপাশি কিছু অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। চলমান লকডাউন বাস্তবায়ন করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও লোকজনকে সচেতন করছেন। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে বের হতে পরামর্শ দেন ।