গাংনীতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
মেহেরপুরের গাংনীতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব মোছাঃ ইশরাত জাহান।
ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮৬ মেট্রিক টন।প্রতি কেজি ৩২ টাকা।সময়ের নির্ধারণ করা হয়েছে ৭ই মে থেকে ৩১শে আগস্ট।
চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৯ মেট্রিক টন।চাল প্রতি কেজি ৪৫ টাকা। সময় সময় নির্ধারণ করা হয়েছে ৭ই মে থেকে ৩১ শে আগস্ট।
গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা এসে ১২০১ মেট্রিক টন। দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা কেজি।সময়সীমা ৭ই মে থেকে ৩১শে আগস্ট।
কৃষি অফিস থেকে সরবরাহকৃত কৃষকের তালিকা লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।
এ সময় খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান,সহকারী খাদ্য পরিদর্শক ফাহিম ফয়সালসহ সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।