গাংনীতে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীতে দু’টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার(১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান-বাওট গ্রামের ইট ভাটার অদূর থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, ছাতিয়ান গ্রামের প্রধান সড়কের উপর লাল টিপে মোড়ানো নতুন বোমা সদৃশ্য বস্তু থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে পুলিশ এসে বোমা দু’টি উদ্ধার করে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে।
কুমারীডাঙ্গা ক্যাম্প এর ইনচার্জ এসআই আবুল কালাম জানান, রাস্তার পাশে পড়ে থাকা লাল টিপে মোড়ানো বোমার সদৃশ্য বস্তু উদ্ধার করে,পানি ও বালি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে। ভয় ভীতি দেখানোর জন্য বোমার সদৃশ্য রাখতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়াজড়ি তো তাদের খোঁজে আইনের আওতায় আনার চেষ্টাও চলছে বলে জানান তিনি।