গাংনীতে বোমাসদৃশ্য বস্ত্র উদ্ধার
মেহেরপুরের গাংনীতে আনিসুর রহমান শেখ এর বাড়ির সামনে একটি বোমা সদস্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(০৪-আগস্ট) সকাল সাড়ড়ে ৭টার দিকে বোমাসদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দিলে পুলিশ বোমাটি উদ্ধার করে। আনিসুর রহমান শেখ গাংনী পৌরসভা এলাকার চৌগাছা গ্রামের রিফিজি পাড়ার আব্দুর রাজ্জাক এর ছেলে।গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, আনিসুর রহমানের বাড়ির সামনে একটি পরিত্যক্ত বোমাসদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ভয়-ভীতি প্রদর্শনীর জন্য এমনটি করেছে। তবে এই ঘটনার সাথে ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।