মেহেরপুরের গাংনীতে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে রাস্তায় ছিটকে পড়ে দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
আজ শনিবার বেলা ০৩টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মিরাজ আলী ছেলে রাসেল(১৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে কানন(২০)।
আহত রাসেল জানান, আমরা বাড়ি থেকে গাংনী যাওয়ার পথে চোকতোলা নামক স্থানে এমন ঘটনা ঘটে।গাড়ির স্পিড কত ছিল আমার জানা নেই,কিন্তু স্পিড টা এতো বেশি ছিল যে চোখ দিয়ে আমি রাস্তা দেখতে পাচ্ছিলাম না। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান তারপরে কি হলো আমার জানা নেই।
স্থানীয়রা জানান, গাড়িতে অনেক স্পিডে আসছিল, ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আগেই হাইড্রোলিক ব্রেক মারার কারনে তারা রাস্তায় ছিটকে পড়ে। পরবর্তীতে গাড়ির মাইল মিটার চেক করে দেখা যায় গাড়িটির স্পিড ছিল প্রায় ১৪০।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য রাসেল বেশ কিছুদিন আগে নিজ এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল ছিটকে পড়ে আহত হয়েছিল। এখন পর্যন্ত তার শরীরে আঘাতের চিহ্ন এখনো শুকায়নি।