গাংনীতে বেগম রোকেয়া দিবস পালিত
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে আজ শুক্ররবার (৯ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে পরিষদ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। বক্তরা বেগম রোকেয়ার জীবনি তুলে ধরেন। এ সময় জয়ীতা ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।