গাংনীতে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে পালান বিশ্বাস(৭০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম মাঠপাড়ার গোরস্থানের একটি গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চর গোয়াল গ্রাম মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় যুবক রোকন জানান, সকালে ঘুম থেকে উঠে আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম হঠাৎ লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখি তাদের কাছে জানতে পারি মাঠে একটা বৃদ্ধার লাশ ঝুলছে। সেখানে আমি গিয়ে দেখি বসা অবস্থায় একটি কোমর সমান গাছের সাথে গলায় ফাঁস দেওয়া। এটি হত্যা না আত্মহত্যা সেটি আমরা বুঝে উঠতে পারছিনা কেউ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।