গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ প্রতিপাদ্যে চলতি বর্ষা মৌসুমে বাংলাদেশ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও সবুজ মেহেরপুর গড়ার লক্ষ্যে কাম ফর হিউম্যানিটির উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপণ, বিতরণ ও সচেতনতামূলক অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের উপদেষ্টা ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার মন্ডলের সঞ্চালনায় ও সংগঠনের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক মামুন অর রশিদ বিজনের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলওয়াত এবং গীতা ও বাইবেল পাঠ করেন। শেষে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়। এছাড়াও চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী ৩ মাসের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষবন্ধু এওয়ার্ড প্রদান করা হবে।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, যতদিন যাচ্ছে আমরা অত্যাধুনিক প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আগে পানি পিপাসা হলে টিউবওয়েল থেকে পানি খেতাম, এখন প্লাস্টিকের বোতলের দেখতে পায়। একবার পানি খেয়ে বোতলটি প্রকৃতিতে ফেলেদি, প্লাস্টিক পচনশীল না হওয়ায় মাটি দূষিত হয়।
তিনি বলেন, আমরা যেমন নিজেদেরকে ভালোবাসি। আমাদের নিজের জীবন সুন্দর করতে চাইলে চারপাশের প্রকৃতিকে সুন্দর রাখতে হবে। যদি আমরা সবাই মিলে প্রকৃতিকে সুন্দর রাখতে পারি, আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো।
প্রীতম সাহা বলেন, আমরা গাংনীকে সবুজ গাংনী গড়তে চাই, আমাদের স্লোগান হোক গ্রীন গাংনী। আমরা সবাই মিলে যদি প্রত্যয় বদ্ধ হই যে নিজ নিজ বাড়ি, উঠান ও বাগান সবুজ করে তুলবো। আমরা নিজের বাড়িকে সবুজ করে তুলতে পারলেই পুরো গাংনীকে সবুজ করে তুলতে পারবো। এক্ষেত্রে তোমাদের সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। কাম ফর হিউম্যানিটির এমন উদ্যোগের সাথে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সেমিনারে আলোচনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, কাম ফর হিউম্যানিটির উপদেষ্টা ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মজনুর রহমান।
উল্লেখ্য, কাম ফর হিউম্যানিটি কর্তৃক আয়োজিত জীবাণুমুক্ত, সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রতিযোগিতা ২০২৩ এর নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ‘চিৎলা মাধ্যমিক বিদ্যালয় টিমকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের মাঝে সংগঠনের উপদেষ্টা দিলারা আফরোজের লেখা বই উপহার দেওয়া হয়।
এসময় চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং কাম ফর হিউম্যানিটির উপদেষ্টা ও সমাজসেবক হাসমতুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর লাইভের কন্ট্রিবিউটর তানভীর আহমেদ, সদস্য খালিকুজ্জামান মোহন, মো: সোহান, লিজন আহমেদ, মেহেদী হাসান, ফাহিম মোর্শেদসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।