গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোর পথে যুব উন্নয়ন সংস্থা
মুজিবশত বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আলোর পথে যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।আজ বুধবার বিকাল ৫টায় মেহেরপুর গাংনীর উপজেলার চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হচ্ছে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রধান এহসান কবির সবুজ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ। সংস্থাটির প্রধান এহসান কবির সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট অফিসার মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা কর্মকর্তা আবুল কালাম আজাদ,চেংগাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন,আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উমি খাতুন,সদস্য সাহাবুল,পরি,রাবি প্রমূখ।