গাংনীতে বুনো শুকুরের কামড়ে আহত-২
মেহেরপুরের গাংনীতে বুনো শুকুরের কামড়ে দুইজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, কাজিপুর মধ্য পাড়ার মৃত ফাহিম হালশানার ছেলে সিরাজুল ইসলাম(৫৫) ও মোখলেসুর রহমানের স্ত্রী রঞ্জনা খাতুন(৩০)।
আহত সিরাজুল ইসলাম জানান, বাড়ির মধ্যে হঠাৎ করে বুনোর শুকুর এসে ছাগল গরুকে কামড়াতে শুরু করে। ছাগল গরুকে বাঁচাতে বুনো শুকরকে তাড়া দিলে আমাদেরকে আক্রমণ করে। স্থানীয়দের সহায়তায় বুনো শুকুর টিকে মেরে ফেলা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার বিডি দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গ্লবিউলিন বা আরআইজি ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।