গাংনীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মেহেরপুরের গাংনী থানায় ধর্ষণের মামলা হয়েছে প্রেমিক জাকির হোসেনের বিরুদ্ধে। রবিবার সকালে ওই প্রেমিকা থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন।
তাকে ডাক্তারী পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গাংনীর করমদি গ্রামের। মামলার বিবরণে জানা গেছে, করমদি গ্রামের ছলিমুদ্দীন মোল্লার ছেলে জাকির হোসেন তেঁতুলবাড়িয়া গ্রামের ওই মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে করমদি গ্রামে এক বাড়িতে নিয়ে আসে।
গত ১৭ অক্টোবর রাতে জাকির ওই মেয়েটিকে জনৈক সফিউলের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। সকালে বিয়ের জন্য চাপ দিলে মেয়েটিকে রেখে জাকির হোসেন পালিয়ে যায়। বিষয়টি জাকিরের পরিবারকে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় রবিবার গাংনী থানায় মেয়েটি বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, একটি ধর্ষণ মামলা নেয়া হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে দোষিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।