গাংনীতে বিষপানে যুবকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জের ধরে হুমায়ুন(৩০) নামের এক যুবকের বিষপানে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত হুমায়ুন উপজেলার মাহমুদপুর গ্রামের পূর্ব পাড়ার এখলাসুর ছেলে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার(৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরবর্তী অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আমি নিজের ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।