গাংনীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:02 PM, 09 February 2021

মেহেরপুরের গাংনীতে আশেদা(৪০) আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার ইউনিয়নের লক্ষীনারায়নপুর(বিলধলা) গ্রামে নিজ বাড়িতে সে বিষপানে আত্মহত্যা করে।নিহত আশেদা এই গ্রামের বাবুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান,বিষ পান করলে পরিবারের লোকজন টের পেয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।তারা আরো জানান,স্বামী ও ছেলেদের সাথে তাহার সুসম্পর্ক ছিল না ছেলে বাবাকে আরেকটি বিয়ে করতে বলায় আত্মহত্যার ঘটনাটি করতে পারবে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, লাশটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।মামলা নং-৩/২১ তারিখ:৯/০২/২০২১ই

 

 

আপনার মতামত লিখুন :