গাংনীতে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে বিষপানে এসএসসি পরীক্ষার্থী লিজা আক্তার শান্তা(১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষার্থী শান্তা গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার বাহারাইন প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে ও করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
শান্তার চাচার রেজাউল হক জানান, মায়ের উপর অভিমান করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে,পরিবারের লোকের সহায়তায় স্থানীয় সন্ধানে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডঃ নূর আলম মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।