গাংনীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:17 PM, 25 October 2022

মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনাসভা করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালীটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথী ছিলেন গাংনী প্রেসক্লাব সম্পাদক মাহাবুব আলম, গাংনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু।

আপনার মতামত লিখুন :