গাংনীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:15 PM, 05 October 2024

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরর গাংনীতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান ও গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। 

উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকগণ অংশ গ্রহন করেন।

আপনার মতামত লিখুন :