গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ।
এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে দশটায় একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক, উপজেলা ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করা হয়।