গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:05 PM, 21 July 2022

৮০০কোটির পৃথিবী,সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্তর ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার(২১-জুলাই) সকালে উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠিত হয়। রাইপুর ইউনিয়ন পরিকল্পনা পরিদর্শক বুলবুল হোসেনের সঞ্চালনায় ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া,গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনসহ উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন কর্মকর্তা ও পরিবার এবার কল্যান সহকারি FWV কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :