গাংনীতে বিবাহিত-অবিবাহিত ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত
ঈদের আনান্দ ভাগা-ভাগি করে নিতে মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে বিবাহিত-অবিবাহিত ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পিবার(০৫মে)এ ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
বিবাহিত দলের অধিনায়ক সেনাসদস্য আব্দুল্লাহ্-আল-মহন,অবিবাহিত দলের অধিনায়ক পারভেজ হোসেন ও প্রধান রেফারি সজিব উদ্দিন এ সিন্ধান্তে খেলার ৬০মিনিট নির্ধারণ করা হয়।খেলার ২০মিনিটের মাথায় কাউসারের কিকে ০১গোলের ব্যবধান তৈরি করে বিবাহিত দল।এসময় গ্রামের শত শত মানুষ খেলাটি উপভোগ করেন।নির্ধারিত সময় শেষ হলেও গোল পরিশোধ করতে পারেনি অবিবাহিতরা।
খেলা শেষে দু’দলে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টল গাংনীর চোখ’র এডমিন রাব্বি আহমেদ,সোহেল রানা,বানারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।