গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্ঠে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল হান্নান (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হান্নান উপজেলার দেবীপুর গ্রামের খোদা বক্স আলীর ছেলে।
স্থানীয়রা জনান, মাঠে বৈদ্যুতিক পাম্পের সেচ দিতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক সেচ পাম্পে হাত দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী বামন্দী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করে।
গাংনী থানার ওসি ( তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান,বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।