গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বৈদ্যুতিক তার মেরামতের সময় এঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে চা বিক্রির ব্যবসা করে। আজ সকালে ইসরাইল দোকানে এসে বিদ্যুতের তার মেরামত করার সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে দোকানে পড়ে ছিলো। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।