গাংনীতে বিদ্যুৎপৃষ্টে লাইনম্যান মারাত্মক আহত
মেহেরপুর পল্লী বিদ্যুতের অসাবধানতায় বিদ্যুৎপৃষ্টে মারাত্মক আহত লাইনম্যান সজল(৩৫)মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে গাংনীর কসবা ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সজল পার্শ্ববর্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের নাজির হোসেনের ছেলে।
সজলের সহকর্মী জানান, কসবা ভাটপাড়া এলাকার জাহাঙ্গীরের রাইস মিলের ট্রান্সফরমারের ফিউজ কেটে যায়। ১১ হাজার ভোল্ট সাথে থাকা ট্রান্সফর্মার ফিউজ লাগানোর সময় মেহেরপুরের পল্লী বিদ্যুতের গাংনীর সাব-স্টেশনের সংযোগ দেওয়ার ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, রোগীর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।